Krishnendu Sukanya Vlogs

আমি কৃষ্ণেন্দু ও আমার অর্ধাঙ্গীনী সুকন্যা। আমরা দুজনেই ছোট্ট বেলা থেকে ঘুরতে খুব ভালোবাসি আর ঘুরেওছি প্রচুর। কিন্ত তখন আমাদের কারোর হাতেই ক্যামেরা ছিল না তাই শুধু চোখে দেখেই আনন্দ উপভোগ করতাম। এখন যুগ বদলেছে প্রত্যেকের হাতেই এখন মোবাইল ও তার মধ্যেই ক্যামেরা। তাই আমাদের ঘোরার মুহুর্ত গুলো ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করি। আমরা যেখানে যেখানে ঘুরবো আমাদের সাথে ডিজিটালি ঘুরবেন আপনারাও। আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইলো।