Bangla Tutorial

Bangla Tutorial — Ethical Hacking & Cyber Security (বাংলায়)
স্বাগতম! Bangla Tutorial — এখানে আপনি পাবেন সহজ ভাষায় হ্যাকিং ধারণা (ethical hacking), নেটওয়ার্ক নিরাপত্তা, ওয়েব অ্যাপ সিকিউরিটি, পেন-টেস্ট কনসেপ্ট, টুল রিভিউ এবং “কীভাবে নিজে নিজের ডিভাইস ও ডাটা সুরক্ষিত রাখা যায়” সে সম্পর্কিত টিউটোরিয়াল।
আমার কনটেন্টের মূল উদ্দেশ্য:

শিক্ষামূলক ও প্রতিরক্ষামূলক জ্ঞান প্রদান।

অনলাইন নিরাপত্তা সচেতনতা বাড়ানো।

আইনি ও নৈতিক সীমার ভেতরে পেন-টেস্টিং ধারণা শেখানো।


Important — দয়া করে পড়ুন: সমস্ত ভিডিও শুধুমাত্র শিক্ষার জন্য; বেআইনি বা অনৈতিক কার্যকলাপ প্রতিরূপে করা উচিত নয়। আমি কোনো বেআইনি হ্যাকিং বা সাইবার অপরাধে সহায়তা করবো না। ব্যবহার করার আগে স্থানীয় আইনসম্মততা যাচাই করুন এবং সবসময় অনুমতি নিয়ে পেন-টেস্ট করুন।

সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং মন্তব্যে বলুন কোন টপিকটি চান — আমি তা করে আনব।
📧 Contact: [email protected]