Raghav Kirtan Das

শ্রীমান রাঘব কীর্তন দাস আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের একজন প্রচারক। ভক্তিবেদান্ত বিদ্যাপীঠ, জিইভি, মুম্বাইয়ে তিনি শ্রীমদ্ভাগবত ও চৈতন্য চরিতামৃত উপর ভক্তিবৈভবসহ শাস্ত্রীয় কোর্সসমূহ সম্পন্ন করেন এবং বর্তমানে ভক্তিশাস্ত্রী, ভক্তিবৈভবসহ শাস্ত্রীয় কোর্সসমূহের একজন শিক্ষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.বি.এ এবং এম.বি.এ. ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক- বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যুবক এবং কর্পোরেটদের মধ্যে Art of Mind Control, Power of Habits, Positive Mental Attitude, Time Management, Leadership প্রভৃতি সেমিনার প্রদান করে থাকেন এবং তিনটি বুকলেট সংকলন করেন। Conquest, Checkmate, Recession, Yoga of the Supreme Person প্রভৃতি Youth Series তিনি বাংলায় অনুবাদ করেন। সাম্প্রতিক সমস্যাবলীর আধ্যাত্মিক সমাধান নিয়ে মাসিক এবং ত্রৈমাসিক পত্রিকায় বিশেষত ব্যক টু গডহেড ম্যাগাজিনে তার প্রবন্ধ নিয়মিতভাবে প্রকাশিত হয়।

তিনি যুবকদের মধ্যে হয়ে উঠেছেন একজন অনুসরণীয় পথপ্রদর্শক এবং কাউন্সেলর হিসেবে।