Hello India Bangla

বাংলার ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি আর মানবিক ঘটনাবলী জন সমখ্যে তুলে ধরে অতীতকে আবার বর্তমানের পাতায় সজীবন্ত করার প্রয়াস আমার অব্যাহত। আমার প্রচেষ্টাকে সফল করার জন্য মাঝে মধ্যেই বেড়িয়ে পড়ি প্রকৃতির উন্মুক্ত কোলে। তথ্য সম্বলিত প্রতিবেদন সবার গোচরে এনে বাংলার সংস্কৃতির গৌরব বর্ধনের প্রচেষ্টা আমার নিরন্তর অব্যাহত।