Any bd

"Any bd"
কৃষি মানে কি জানেন? কৃষি হল মাটি চাষ করা, ফসল ফলানো এবং গবাদি পশু পালনের শিল্প ও বিজ্ঞান।

বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত কৃষি। বাংলাদেশের মানুষের একটি বড় অংশ তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভরশীল। শিক্ষিত যুবক, বিভিন্ন পেশার নতুন উদ্যোক্তা, বড় বিনিয়োগ, প্রযুক্তি এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শে আমাদের কৃষি আধুনিক কৃষিতে পরিণত হয়েছে।
কৃষি বিশ্বের বেশিরভাগ খাদ্য এবং কাপড় সরবরাহ করে। তুলা, উল, চামড়া সবই কৃষিজাত পণ্য।

আমরা অনেকেই আছি , পড়াশোনা করে কৃষি ক্ষেত্রে কাজ করতে লজ্জা করি!
এটি আমাদের কৃষি জীবনে বিরূপ প্রভাব ঘটায়।

তাই কৃষির প্রভাব ঘটাতে আমাদের এক আধুনিক চিন্তাভাবনা any bd । আমরা তথ্য আদান-প্রদানের মাধ্যমে আমাদের কৃষিকে আরও সমৃদ্ধ করতে কাজ করছি। তরুণ বেকার যুবকদের নিয়ে কাজ করে থাকি আমি মিঃ কামাল আহাম্মেদ ও একটি নির্ভর যোগ্য কৃষি অনুষ্ঠান Any Bd

আপনার কোন তথ্য ও মতামত থাকলে আমাকে জানান।-- মোবাইল - ০১৭৫৮৯৬২২৪৪
For any kind of business inquiries - [email protected]

*Another side of Any group*