Rama Mumbai Vlog

নমস্কার সকলকে🙏 আমি রমা, একজন সাধারণ গৃহিণী। সাধারণ গৃহিণী হলেও কাজ করি অসাধারণ 🙂 বর ও আমাদের একমাত্র ছেলেকে নিয়ে মুম্বাইয়ে থাকি। বরের চাকরি সূত্রে মুম্বাইয়ে আসা। এখানে নিজের মত করে সাজিয়ে নেয়েছি আমাদের ছোট্ট একটা ফ্ল্যাট 🏠। বর ও ছেলে ছাড়া এই ভিন রাজ্যে আপন বলতে কেউ নেই। গত বেশ কিছু মাস ধরে বরও কাছে নেই, সম্পূর্ণ একা ছোট্ট ছেলেকে নিয়ে চলছে আমার দিন। ঘর বাহির বাচ্চা ও তার পড়াশুনা সবটাই একা হাতে সামলাচ্ছি দ্বিতীয় কাউকে ছাড়া।

আমার দৈনন্দিন জীবনের ভালো- মন্দ, আনন্দ- দুঃখ, সমস্যা ও তার সমাধান সবটাই তোমাদের সাথে ভাগ করে নেব ছোট ছোট ভিডিওর মাধ্যমে। স্বাস্থ্যকর রান্না,স্বাস্থ্যকর খাবার ও সুস্থ্য থাকার ছোট ছোট টিপস্ ভাগ করে নেব তোমাদের সাথে। মায়া নগরী মুম্বাইয়ের সৌন্দর্য, রাস্তা ঘাট, বাজার দোকান, মানুষের আদব কায়দা,পরিবেশ পরিস্থিতি সবকিছুই তুলে ধরতে চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এবং চ্যানেলটিকে subscribe করে আমাদের পাশে থাকবে🙂। ধন্যবাদ🙏