The GeoGuider

এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে ভূগোলের বিভিন্ন বিষয়বস্তুকে অত্যন্ত সহজ সরলভাবে উপস্থাপন করা, যাতে খুব সহজেই ভূগোলের জটিল কনসেপ্টগুলো বুঝতে পারা যায়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াও নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং B.Sc/B.A in Geography র ছাত্রছাত্রীদের সুবিধার উদ্দেশ্যে কনটেন্ট গুলি বানানো।

ভূগোল ছাড়াও আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করে থাকি।

কনটেন্ট গুলি উপকারে লাগলে তবেই আমার পরিশ্রম সার্থক হবে l
Harekrishna
B.Sc, M.Sc(Geography)
UGC NET 2024(JUNE)
Telegram ID : @Harekrishna_WB
Mail ID : [email protected]