SG SIR MATH

তুমি কি চাকরির অঙ্ক শিখতে চাও ? জানতে চাও অঙ্কের গুরুত্ব ? বুঝতে চাও কি অঙ্কের কনসেপ্ট গুলো কি কি ? কিভাবে এত সহজে হচ্ছে অঙ্ক গুলো ? আমাদের লক্ষ বাংলার ছেলে মেয়েদের zero to hero পর্যায়ে নিয়ে যাওয়া যাতে এই আপাত কঠিন কিন্তু ভীষন সহজ একটা বিষয় ( অঙ্ক 😎 ) নিয়ে বাংলার aspirants দের চিন্তা দূর হয় ।

নমস্কার, আমি সৌরদীপ ঘোষ, অনেকেই আমায় sg sir হিসাবে চেনে কেও বা নিতাই হিসাবে, সে যাই হোক আমার ও আমার টিম sgscc এর মূল লক্ষ কম টাকায় কোয়ালিটি এডুকেশন সকলের কাছে পৌঁছে দেওয়া সেটা কখনো অনলাইন হতে পারে বা কখনো অফলাইন সিস্টেমের মাধ্যমে ।

বাংলার গরীব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের জন্যে আমি নিয়ে এসেছি 250+ অঙ্কের ক্লাস । যা অধ্যায়ভিত্তিক ও পরীক্ষাভিত্তিক ভাগ করা । SGSCC APP এ যদি কেউ এই ক্লাস গুলো করতে চাও তারা বছরে 100 টাকার বিনিময়ে এই সুযোগ নিতে পারো MATH SPECIAL VOD ব্যাচে । লাইভ ব্যাচের খরচ কিছু বৃদ্ধি হবে যদি আরো প্রয়োজন হয় তোমার । আশা করি ব্যাচ শেষ করে তুমি পরীক্ষা দিতে গেলে দারুন স্কোর ই করবে, অতীত অভিজ্ঞতা সেই কথাই বলছে । সাফল্য মানেই SGSCC । 58+ সরকারি চাকরি ও 50+ টেট পাশ TILL মার্চ 2023