সনাতন ধর্ম তত্ত্ব

"ওঁ তৎ সৎ"
।।ওঁ নমঃ ভগবতে বাসুদেবায়।।
।।শ্রীমদ্ভগবদ্গীতা।।

শ্লোক :
বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম্।বুদ্ধিবুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম্।।

অনুবাদঃ হে পার্থ! আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ।

আমার উদ্দেশ্য সনাতন ধর্ম প্রচার করা। সকল সনাতনী ভাই বোনদের বলছি কৃপা পূর্বক আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভালো কিছু উপহার দেওয়া। হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন।