Fishing With Akash

উন্মুক্ত পরিবেশে মাছ ধরতে আমার ভালো লাগে, যেমন নদীতে,খাল-বিলে। সুযোগ পেলেই মাছ ধরতে যাই। মাছ ধরার যাবতীয় কর্মকাণ্ডই হলো আমার বিষয় বস্তু।

আমি যা জানি,আমি চেষ্টা করি তা অন্যাকে শেখানোর জন্যে। যদিও মানুষ মাছ ধরার ব্যাপারে অনেক গোপনীয়তা মেনে চলে,মানে শেখাতে চায়না।

কিন্ত আমি উল্টা, মাছ ধরার জন্যে অভিজ্ঞতার প্রয়োজন, গোপনীয়তা নয়। তাই আমার যতটুকু জ্ঞান আছে। মুক্ত হস্তে তুলে ধরি সবার মাঝে।

শীতকালে বোয়াল মাছ ধরাটা আমার সবচেয়ে পছন্দের।

এছাড়াও Airgun/এয়ারগান নিয়েও ঘাটাঘাটি ভালো লাগে। এয়ারগান মানেই পাখি শিখার নয়।

সুস্থ বিনোদনের জন্য আমার মাছ ধরা ও এয়ারগানের প্রয়োজনীয়তা অপরিসীম।

ধন্যবাদ ধৈর্য নিয়ে পড়ার জন্যে।