উৎসব নগরী

নমস্কার
'উৎসব নগরী'-তে আপনাকে সাদর আমন্ত্রণ।

'উৎসব নগরী'-তে আপনি যখন এসে উপস্থিত হয়েছেন তখন আপনি নিশ্চয় জানেন 'উৎসব নগরী ' একটি উৎসব কেন্দ্রিক সাধারণ চ্যানেল । আমাদের ' উৎসব নগরী'-এর মাধ্যমে আপনার সামনে উঠে আসা সমস্ত ঐতিহ্যপুর্ণ , উৎসবকেন্দ্রিক , ঐতিহাসিকসমৃদ্ধ বিষয় আশা করি আপনাকে আনন্দিত করেছে।
' উৎসব নগরী'-এর লক্ষই হলো এই রকম দুর্লবসমৃদ্ধ , ঐতিহ্যপূর্ণ , ঐতিহাসিকসমৃদ্ধ আকর্ষণীয় ভিডিও আপনার সামনে তুলে ধরা , হয়তো আপনি যে জিনিস কোনো দিন দেখেননি, শোনেননি বা হয়তো শুনেছেন কিন্ত কোনো কারণবশত সচক্ষে দেখা হয়নি সেই আপসোস কিছুটা লাঘব করার জন্যই আমাদের ক্ষুদ্র উপস্থাপনা। আশা করি উৎসব নগরীতে আসা সমস্ত ভিডিও আপনার ভালো লাগবে এবং এইভাবে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে সমর্থন করে পাশে থাকবেন ।


উৎসব নগরী সদস্য প্রতীপ দে, কৌশিক ঘোষ, প্রীতম দে, সৈকত সাধুখা, পলাশ খাঁ সবার তরফ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য।