ONE UMMAH JOURNEY

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

> ❝ 〄 সবই ভাবে—এই গল্পগুলো আমি লিখি, ভয়েসগুলো আমার। কিন্তু না।

আমি সবসময় লেখক না, বলিও না।
আমি খুঁজে বেড়াই… এমন স্ক্রিপ্ট আর কণ্ঠ, যেগুলো মানুষকে কাঁদায়, ভাবায়, আল্লাহর দিকে টেনে নেয়।

✍️ আমি সংগ্রহ করি হালাল স্ক্রিপ্ট
🎙️ সংগ্রহ করি গভীর ভয়েস
🎥 আর সাজিয়ে তুলি ভিডিওর মাধ্যমে, যেন তা পৌঁছায় হৃদয় পর্যন্ত।

সব কিছুই সততার সঙ্গে, অনুপ্রেরণা নিয়ে — যেন এই কাজটা হক থাকে।

আমি কন্টেন্ট ক্রিয়েটর না, আমি একটা বার্তাবাহক।

যদি ভুল ধরা পড়ে — বলো।
যদি হৃদয় ছুঁয়ে যায় — দোয়া করো।

আল্লাহ আমাদের সবার থেকে কবুল করুন। ❞

©All Rights Reserved By ONE UMMAH JOURNEY