Dr G S Mukherjee

নমস্কার ডাক্তার জি এস মুখার্জীর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত।
আপনাদের সকলের আশীর্বাদ ,চিকিৎসায় সন্তুষ্টি এবং সুস্থতা আজ ওনাকে বীরভূমের সর্বশ্রেষ্ঠ চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শিরোপা প্রদান করেছে। ডক্টর জি এস মুখার্জ্জী কলিকাতার আর জি কর মেডিক্যাল কলেজে হইতে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক(M.B.B.S) এবং চর্মরোগ, যৌন রোগে স্নাতকোত্তর(MD) ডিগ্রী অর্জন করেছেন।
চিকিৎসার অর্থ শুধুমাত্র ঔষধ নয়, তাই তিনি বিশ্বাস করেন শুধুমাত্র ঔষধ লিখে রোগ নিরাময় সম্ভব নয় যতক্ষণ না রোগী রোগের কারণ প্রতিকার রোগের প্রকৃতি সম্বন্ধে অবহিত হতে পারেন । যুগান্তকারী তাঁর এই ধারণা, অসাধারণ ক্লিনিক্যাল দক্ষতা, রোগ নির্ণয় ক্ষমতা এবং রোগীদেরকে রোগ সম্বন্ধে অবহিত করা, প্রতিটি ঔষধ ,তার সাইড এফেক্ট, প্রতিটি পরীক্ষা-নিরীক্ষা,রোগের বিজ্ঞান ,রোগ প্রতিকারের উপায় ইত্যাদি সমস্ত তথ্য পরিবেশন করা ওনাকে করে তোলে বর্তমান যুগের এক বিরলপ্রতিভা সম্পন্ন চিকিৎসক।
কোয়ালিটি চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সুদূর কলকাতা থেকে তিনি ছুটে আসছেন তাঁর জন্মভূমি বীরভূমের মাটিতে এবং অনলাইন চিকিৎসা পরিষদ প্রদান করছেন ভারতের এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে।