Probasi TV

ইন্টারনেটনির্ভর সম্প্রচার মাধ্যমের ইউটিউব চ্যানেল। ভিত্তি নিউ ইয়র্কে। এটির সম্পাদক ও প্রধান নির্বাহীর দায়িত্বে বাংলাদেশে পেশাদারী সম্প্রচার সাংবাদিকতার প্রথম প্রজন্ম সোহেল মাহমুদ। উনিশ শ' আশির দশকের শেষদিকে তার সাংবাদিকতা শুরু। ১১ বছর কাজ করেছেন দেশের বিভিন্ন দৈনিক এবং সাপ্তাহিকে। বেসরকারী রেডিও মেট্রোওয়েভেও কাজ করেছেন।

২০০০ সালে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসির প্রশিক্ষণ শেষে যোগ দেন একুশে টেলিভিশনে। একুশে টেলিভিশন বন্ধ হয়ে গেলে যান এটিএন বাংলায়। ২০০৫ সালে আরটিভি, ২০০৭ সালে চ্যানেল ওয়ানে বিশেষ সংবাদদাতা ছিলেন। সবশেষ, মোহনা টেলিভিশনের সংবাদপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।

২০১৫ খৃস্টাব্দের শেষদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন সোহেল মাহমুদ। প্রবাসী টিভি তার স্বপ্ন। একটি মানসম্পন্ন পূর্ণাঙ্গ টেলিভিশন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ঘুরে ঘুরে বাংলাদেশীদের জীবনাচার, তাদের সুখ দুঃখের গল্প তুলে আনছেন। তার বিশ্বাস, প্রত্যেক মানুষের একটা গল্প থাকে। তিনি সেটা শোনেন আর শোনান।

যোগাযোগ +16319335155 এবং [email protected]