Emtieaj Ahmed

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ধাপ পর্যন্ত পড়াশুনার বিষয় ছিলো অর্থনীতি। এর পর দীর্ঘ সময়ে, ব্যাবসা বানিজ্য ও অর্থনীতি নিয়ে দেশের টেলিভিশন সাংবাদিকতা এবং টক-শো ও সংবাদ উপস্থাপনা। বর্তমানে অর্থনীতি নিয়েই চলছে গবেষণা। তাই সংগত কারণেই আমার আগ্রহের বিষয় দেশ ও বিদেশের ব্যাবসা বানিজ্য ও চলমান অর্থনীতি। এছাড়া একমাত্র নেশা ভ্রমণ। তাই দু চোখে যা দেখি আর মননে যা ভাবি সবই ভাগ করে নিতেই এই আয়োজন।