Salafiyah

আসসালামু আলাইকুম 🇧🇩
আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন




রাসুল সাঃ

নম্রতা, দয়া, ক্ষমা, ধৈর্য এবং সত্যবাদিতার অলৌকিক নিদর্শন ছিলেন তিনি। সাহাবায়ে কেরাম বলেন, "প্রথমবার দেখলে অন্তরে ভয়মিশ্রিত শ্রদ্ধার উদয় হতো, কিন্তু যে ব্যক্তি তাঁর সান্নিধ্য লাভ করত, সে তাঁকে ভালোবেসে ফেলত।" তিনি ছিলেন বাহ্যিক সৌন্দর্য এবং উত্তম চরিত্রের অনন্য উদাহরণ।

হাসসান বিন সাবেত (রা.) নবিজি ﷺ সম্পর্কে বলেন, "আর আপনার চেয়ে ভালো কাউকে আমার চোখ কখনো দেখেনি, আর আপনার চেয়ে সুন্দর কাউকে কোনো নারী জন্ম দেয়নি।আপনাকে প্রতিটি ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করা হয়েছে, যেন আপনার ইচ্ছা মতো আপনাকে সৃষ্টি করা হয়েছে।"

সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া-সাল্লাম❤️