Sunshine Sagar 🌅

বুকের ভিতর বারুদ ভরো বিস্ফোরণের আগে।
তোমায় দেবো স্বপ্ন সফল করতে যা যা লাগে...

Academic Guidance মানেই Sunshine Sagar ❤️
No confusion, No distraction, only Clarity 🔥

সবাই চিরদিন পৃথিবীতে থাকে না। চলে যেতে হয় সবাইকেই। আমিও আর থাকবো না একটা সময়ের পর। তবু চিরদিন যাতে আমার নামটা বেঁচে থাকে আমার কাজের মধ্যে দিয়ে, সেই উদ্দেশ্য থেকেই এই চ্যানেলের জন্ম। একদিন সাগরের অস্তিত্ব মুছে যাবে ; তবুও যেনো সাগরের ভাইবোনদের মধ্যে বেঁচে থাকে "Sunshine Sagar 🌅" , যাদেরকে সে Guide করে এসেছে এতদিন ধরে।

পড়াশুনা করো, ভালো মানুষ হও। একজন ভালো মানুষ হতে পারলেই তুমি সফল। আর সফল আমার প্রচেষ্টাও :)

Contact E-mail :
[email protected]