CSA AQUA OFFICIAL
CSA AQUA official চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। স্বপ্ন বাস্তবের দুয়ার খুলে দেয় আর সদিচ্ছা ও কার্যকরী শ্রম দিতে পারলেই সফলতা আসবেই ।
মাছ চাষে চাষী কে লাভ দেবার লক্ষ্যে CSA AQUA কর্ণধার মাধব কুমার মণ্ডল নূতন নূতন পথের সন্ধান করে চলেছেন। লোনাজলে ও মিষ্টিজলে মাছচাষ এরকমই এক নূতন দিগন্ত এনেছে CSA AQUA OFFICIAL, লোনাজলে ও মিষ্টিজলে মাছচাষের সম্ভাবনা প্রচুর। নদী-নালা, খাঁড়ি এই দেশে বাঁদা-বন সমৃদ্ধ সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকা এই লোনাজল সমৃদ্ধ এলাকা।
মাছ চাষে বিপুল পরিমাণ লাভ থাকার সত্বেও চাষীরা লাভের মুখ দেখতে পাচ্ছে না। বহু চাষী মাছ চাষ করে ক্ষতিগ্রস্ত ও দেনার সম্মুখীন হচ্ছে। এছাড়া অত্যাধিক পরিমাণে রাসায়নিক ব্যবহৃত মাছে বৈদেশিক দেশগুলি তাদের খাদ্য তালিকা থেকে মাছ বাদ দেওয়ার ফলে আন্তর্জাতিক বাজার ও মুখ থুবড়ে পড়েছে অর্থাৎ মাছ চাষে অর্গানিক খুবই গুরুত্বপূর্ণ। তাই সকল স্তরের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মাছ চাষী বন্ধুদের কাছে সি এস এ অ্যাকুয়া কোম্পানীর পক্ষ থেকে সচেতন করতে চাই। ভিডিও ভালো লাগলে Like, Comment, Share করবেন। আমরা ISO এবং Organic Certified কম্পানি।
Call: 9907761749/9051188076