Radharani Dharma Katha
Dharma Katha, Kirtan, Bhajan related Channel
গুরু ভক্তি আর গুরু সেবা পূজা আর ভগবান বিষ্ণু সরণি আমদের শ্রেষ্ট ধর্ম।
সদ্গুরুর লক্ষণ শান্ত দাস ভাগবত সেবা আর আলোচনা সেই গুরুর চরণে দাস হয়ে ভজন করা উচিত।
ভগবানের দশ রুপ অবতার সরবোন করুন।
সাধু মুখে ভাগবত স্রবন শ্রী কৃষ্ণা চৈতন্ং আমাদের সেব্ব স্স্তু।
মহাপ্রভুর তীর্থ ভ্রমন ও তীর্থ মাহাত্য বর্ণনা করিলাম
গৌর গদধরের মহিম ।
শ্রী শ্রী কৃষ্ণের শত নাম পাট করলম।
মহাপ্রভুর শতনাম এবং মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন
জগনথের শথ্প ও বৈষ্ণব বর্ণনা । pt 1
গৌর হরি নিজে সন্ন্যাস নিয়ে জীব জগতকে দেখিয়ে গিয়েছেন যে গুরু না ধরলে রাধা কৃষ্ণ ভজন করা যায় না
দ্বাদশ মহাজনের নাম এবং গুরু পরম্পরায় যে গৌরঙ্গের সঙ্গী গণ এসেছেন সংক্ষেপে তাদের নাম বর্ণনা করিলাম
পিতা মাতা গত হোল পুত্রের গয়াস্রদ্ধ করা উচিত । পিতার আদেশে পরশুরাম ভতৃ আর মাতৃ কে বদ করেচিলেন।
অকাদশির ব্রত কথা সরবোন করুন।
কৃষ্ণের ভকত সংগো করলে কৃষ্ণা ভক্তি হবে ।কৃষ্ণা ভক্তি হোলে ভগবান
একবার যদি কেউ জ্ঞানে অজ্ঞানে রাধা নাম জপ করে ভগবান শ্রীকৃষ্ণও চিন্তায় পড়ে যান তিনি কী বরদান করবেন?
রাধারনি জনমের পর প্রথমে কৃষ্ণা কে দর্শন করলেন।
রাধারানির আগমনে দেব্দেবিগং নানা অলঙ্করে ভুশিতো করবে বলে অসেচেং
ভগবান কৃষ্ণ কে সেবা করে গপিদের কি সুখ।
রাধাকৃষ্ণএর জন্ম ভাদ্র মাসে সুক্লপ্খে সম্বর দুপুরবেলা ।
ভগবানের চরণে নিজেকে সমার্প্ং করে ভকতের শান্তি লভ।
কোনো ধাম পরিক্রমা করতে গেলেযা অপরাধ করলে তার চার্গুং ফল পাবে তার ভালো কাজ করলে তার চার গূণ ফল পাবে
কৃষ্ণা বিরহের কথা ললিতাকিকে যানালেন । ললিতা সখি শ্রী কৃষ্ণা কে দূতের দারা সংবাদ পাঠালেন।
শোতবারের কৃষ্ণ নামে যে পুর্ণ হয়ে একবার রাধা নামে তার চার গুণ লাব হয়ে তাই রাধাকৃষ্ণ যুগোলে ভজন করো।
রাধারানি মোহিমা ও পরিচয় ।
ম্হজ্ঞ্দের পার্থনা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের কৃপা লাব পাওয়ার পর্থ্না করেন ।
কৃষ্ণা আমদের একমাত্র বন্ধু , পিতা , মাতা কৃষ্ণা ভকতের মুক্তির উপায়।
মহাপ্রভু বলেন দেহ মন সমাপন করে ভজন করা উচিত ।
উৎপন্না একাদশীর ব্রত কথা বর্ণনা ।
একমাত্র সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণ ভক্তি উদয় হবে তবে জীবের মঙ্গল হবে
মহাপ্রভু বলেছেন রাধাকৃষ্ণ শ্রেষ্ঠ উপারসনা।