Buri Maa Kali Pujo Utsab

॥ মায়ের পুজোর ইতিহাস ॥

স্বর্গীয় নঁনীগোপাল সাহা ও ভোঁলানাথ সাহা কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী বুড়ি মা কালী পুজো উৎসব প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে । বহু বছর আগে, অবিভক্ত বাংলাদেশে মায়ের পুজো করা হত । দেশ ভাগের সময় স্বর্গীয় নঁনীগোপাল সাহা ও ভোঁলানাথ সাহা স্বপরিবারে যখন ভারতবর্ষে চলে আসেন , তখন তাঁরা মায়ের স্বপ্নদেশ পান এবং মাতৃমূর্তির কাঠামোটি মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীর টাঙ্গন নদীর ঘাটে ভেসে আসে ।তাঁরা স্বপ্নদেশ পাওয়া মাত্রই সেই কাঠামোটি নদী থেকে এনে মালদা নালাগোলা রাজ্য সড়কের ঠিক পাশেই বুলবুলচন্ডী হাসপাতালমোড় সংলগ্ন স্থানে মায়ের প্রতিষ্ঠা করেন এবং মায়ের পুজোপাঠ শুরু করেন । যা এখনো বংশপরম্পরায় স্বর্গীয় ভোঁলানাথ সাহার পুত্র মাননীয় শ্রী তপন কুমার সাহা মহাশয় পূর্বকালীন নিয়মনিষ্ঠা ও ভক্তি সহকারে মায়ের পুজো করে আসছেন । তিনিই মায়ের পুজোর মূল সেবায়েত ।