Bibidho News

আমরা Bibidho News ( বিবিধ ডট ইন bibidho.in )
রাজনীতি #Politics থেকে দেশবিদেশের হালহকিকত, তিলোত্তমা #Kolkata থেকে শুরু করে ক্লাসিক #Cinema , #Theatre , #Literature , #Culture , ঐতিহ্যের নানা অজানা তথ্য; বাংলার অতীত খুঁড়ে আনা তথ্য এমনকী, বাঙালির নস্টালজিয়াসহ বিবিধ #Bibidho বিষয় নিয়েই আমরা— Bibidho News ( বিবিধ ডট ইন bibidho.in )।
অনলাইন ওয়েব #Magazine কাম #Portal । একছাদের নীচে #Inspiration , #Health , সাহিত্য, #Entertainment , #Travel , #Sports , #Lifestyle এবং পড়ুয়া তথা কৌতূহলী পাঠকের কাজে লাগবে, এমন বিষয়ের ওপর বিভিন্ন আলোচনা। এছাড়া পুরনো ও নতুন প্রজন্মের লেখকদের জন্য সক্রিয়ভাবে কাজ করার উদ্দেশ্যে #Blog বিভাগটিও রয়েছে। হার্ডকোর নিউজ নয়, বরং মানুষকে অনুপ্রেরণা জোগাবে, নতুন কিছু করার উৎসাহ দেবে, সর্বোপরি নিশ্চিন্তে অবসরযাপনের নতুন দিগন্ত উন্মোচনের চেষ্টা করবে এই ওয়েব ম্যাগাজিন কাম পোর্টাল। এহেন ভাবনা থেকে বিবিধ বিষয় নিয়েই আমরা— Bibidho News ( বিবিধ ডট ইন bibidho.in )।

সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।
আরও জানতে: https://bibidho.in