Puran Katha Bangla

স্বাগত জানাই আপনাদেরকে আমার চ্যানেলে। হিন্দু ধর্ম হল বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম, যার অনুসারী সংখ্যা ১২০ কোটিরও বেশি। এটি একটি বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ ধর্ম, যা বিভিন্ন দর্শন, ধারণা, আচার, তীর্থস্থান, ধর্মগ্রন্থ, দেবদেবী, গুরু এবং সম্প্রদায় দ্বারা চিহ্নিত। এই ধর্মের মূল উৎস হল বেদ, যা পৃথিবীর প্রাচীনতম লিখিত গ্রন্থ। হিন্দুধর্মের চারটি প্রধান শাখা হল বৈষ্ণব, শৈব, শাক্ত এবং স্মার্ত। হিন্দুধর্মের চারটি প্রধান লক্ষ্য হল ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ।


আমার এই চ্যানেলটি তৈরি করার মূল উদ্দেশ্য সনাতন ধর্মকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। চ্যানেলের সমস্ত ভিডিও বেদ পুরান শ্রীমৎ ভাগবত গীতা এই সমস্ত ধর্মগ্রন্থ থেকে নেওয়া যা আমার নিজের কন্ঠস্বরে তৈরি করা।

PLEASE LIKE SHARE AND SUBSCRIBE MY CHENNEL -Puran Katha Bangla