Salik Melody

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

Salik Melody-তে আপনাকে স্বাগতম! 🌹

আমাদের এই চ্যানেলটি সাজানো হয়েছে সুস্থ ও সুন্দর ইসলামী সংস্কৃতির বিকাশের লক্ষ্যে। আমরা বিশ্বাস করি, সুর ও কথা মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তাই আমরা চেষ্টা করছি শিশু-কিশোর এবং সর্বস্তরের মানুষের জন্য রুচিশীল, মার্জিত এবং হৃদয়স্পর্শী ইসলামিক নাশিদ ও গজল উপহার দেওয়ার।

আমাদের চ্যানেলে যা যা পাবেন: 🎵 হৃদয় শীতল করা হামদ ও নাত। 🎵 শিশু-কিশোরদের জন্য শিক্ষণীয় ও মজাদার গজল। 🎵 প্রকৃতি ও আল্লাহর সৃষ্টি নিয়ে নাশিদ। 🎵 নৈতিকতা ও মূল্যবোধ জাগানিয়া গান।