Ongosojja Fashion

Hand paint,Block print,Batik, Art and Craft,Music. আমাদের নিজস্ব ব্লক প্রিন্ট, হ্যান্ড পেইন্ট, টেইলর্স সহ আপডেট বাছাইকৃত প্রিন্টের গজকাপর,দেশি -বিদেশি থ্রি-পিছ,নিজস্ব তৈরী বাচ্ছাদের জামা ,নিজস্বহিজাব,বিছানার চাঁদর,পর্দা,পিলো কভার ইত্যাদি খুচরা ও পাইকরি বিক্রয় করা হয়।Art and craft বাসা,অফিস, স্কুল, কলেজ,পার্ক ইত্যাদি আর্টিফিশিয়াল ইন্টেরিয়র /প্রকৃতি থেকে নেওয়া গাছ-পালা,পশু-পাখি 3D আধলে কৃত্রিম সৌন্দর্য বর্ধন করা হয় । 🎨অঙ্গসজ্জা ফ্যাশন এন্ড টেইলার্স 👕জৈনাবাজার, শ্রীপুর,গাজীপুর। ➡️ ঢাকা-ময়মনসিংহ মেইন রোড সংলগ্ন জৈনাবাজার বাসস্টেন্ড থেকে একটু দক্ষিণে ইউটার্ন। ইউটার্ন থেকে ১০০ গজ পূর্বে প্রথম ৫ তলা বিল্ডিং অমাদের শো-রুম "অঙ্গসজ্জা ফ্যাশন"♦️ যারা প্রফেশনাল ভাবে ব্লকপ্রিন্ট, হ্যান্ড পেইন্ট ও বাটিক বিষয়ে প্রশিক্ষণ নিতে চান এছারাও যারা আমাদের কাজথেকে পাইকরি মাল কিনে ব্যাবসা করতে চান তারা এইনাম্বরে যোগাযোগ করুন। ➡️মোবইল : ০১৭৭২৮৬১৯১৯ (নাম: হুমায়ুন কবির, মাস্টার্স: চারু কলা,রাজশাহী বিশ্ববিদ্যালয়।