Happy dp Family
🤗 হ্যালো ফ্রেন্ড🖐️ ওয়েলকাম টু মাই চ্যানেল 🙏 ♥️Happy dp family ♥️ আমি পাপিয়া আমার বাড়ি নদীয়া জেলায় 🍁অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি . আমি অনেক ছোটবেলাতেই মা হারা হয়েছি 😭মা হারা হওয়ার পরে বাবা আরো নার্ভের প্রবলেম হয়ে গেছিলো।।
ভালোবাসা বলতে কপালে সেরম কিছুই জোটেনি 😭 তাই একটু ভালোবাসা পাওয়ার আশায় আজ এই প্ল্যাটফর্মে পা রেখেছি। আমি আমার প্রত্যেক দিনের কাজকর্ম সমস্ত কিছু ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করবো।😊 তোমরা একটু আমাকে নিজের বোন দিদি বলে একটু ভালোবাসা দিও. ভালোবাসা পাওয়ার আশা টুকু পূর্ণ হবে তোমরা ভালোবাসতে পারবে তো বন্ধুরা থাকবে তো 🥹❤️🥹 ভিডিও ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।।🙏🙏
আজকে এই মানুষটার জন্য আমরা দুই বোন আজ মা হারা আমার বাবার এই পরিস্থিতি হয়ে গেছে বলতে বাধ্য হলাম।।
এমনই একটা বাজে অবস্থা আজ আর রাত্রেবেলা মা মেয়ের দুজনের খাওয়া জুটলো না বড় মশাই বাড়িতে না আসায়।।😭
আমি সত্যিই একটা অকর্মার ঢেঁকি আমার দিয়ে কোন কাজ হয়না।।
এ আবার আমার নতুন করে কোন ভিমরতি এসেছে চেপে বসলো কোন কিছুতেই আর মন বসছে না।।🥴🥺😔
দিদিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে অনেক দিনের ইচ্ছে খাওয়ার সাপটা পূরণ করে নিলাম উফ কি যে শান্তি।।
আমার শরীরের এত দামি দামি সম্পদ বিক্রি করে আমি জিনিসপত্র কেনা শুরু করে দিয়েছি বাসন কুসুম।।😜😜
আরো একবার নিজের চোখে দেখে প্রমাণ পেলাম একজন বাবাই পারে তার মেয়েকে রাজকন্যা মত যত্ন করে রাখতে ।।
রাত্রিবেলা এটা মেয়ে কি দেখে বসলো ঘুমের ঘোরে।।😱😱
বাড়িতে এমন পরিস্থিতি কোন কাজ করার কোন উপায় নেই। রান্নাবান্না করে বিকেল বেলায় চললাম দেখা করতে।।
আমার কাজের সবচাইতে বড় এনার্জি এই মানুষটাকে দেখেপাই এই মানুষটা কার বাড়িথেকে চলেগেলে আর ভালো লাগেনা।
ভাবলাম ট্রাক্টর করে চালিয়ে নিজেই সমস্ত ধান বইব তার পারলাম কই আমার দ্বারা সম্ভব না।।🥴🥴
মেয়েকে একটুখানি বকেছি বলে এভাবে আমার অভিমান ভাঙাতে হলো বৃহস্পতিবারের পুজোটা মনের মত হলো না।।
আহা কতই না ভাগ্য আমারে বর সারাদিন কাজ করে রাত্রিবেলা আবার রান্না করে খাওয়ালো আমাকে।।
হঠাৎই সমস্ত কাজকর্ম করে ছুটলাম বাবার বাড়ি দিদিকে সারপ্রাইজ দেয়ার জন্য।দিদি পুরো অবাক সারপ্রাইজ পে।
আমার নিজের লোভী আমার এতো বড়ো ক্ষতির কারণ হয়ে উঠবে কেউ পারবে না আমায় বাঁচাতে।।
কেউ কাউকে সত্যি ভালবাসলেও এরকমভাবে ডাকতে পারে এটা আবার কোন স্টাইলে ডাকা।।😁😁
রান্নাবান্না করে বহুদিন পর চলে গেলাম মা মেয়ে মিলে কাঁথা বালিশ নিয়ে খোলা আকাশের নিচে শুতে।।
শশুর বলে এমন ভাবে বলতে পারলো, বাবা হলে কোনদিন এরকম ভাবে বলতে পারতো না মেয়েকে।।😭
দিদি এভাবে এসে যে আমার এত পছন্দের একটা জিনিস দেবে ভাবতেও পারিনি। এই দিয়ে দিদিকে ভাত দিতে লজ্জা করে।
নিয়াজ ভান্ডার ভেঙে কত হাজার টাকা বার করল দেখো🤑। আমি মা হয়ে এই কথা বলতে কোন লজ্জা নেই আমার তাই।।🥴
কেমন মা আমি তুমি কোথায় গেল না গেলো সেই খোঁজ না নিয়ে ঘরে পড়ে ঘুমাচ্ছি।
অনেকদিন পর বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেলে যা হয় জমিয়ে মজা করলাম। আমারও এমন একটা স্বপ্ন ছিল তার হল কই।
ধান সিদ্ধ করতে গিয়ে ছাদে উঠার সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন ব্যাপার।শেষমেষ খাওয়া টুকুতো হলো।
এক মুঠো ভাত খাওয়া মুখের কথা না অনেক কষ্টের পর তারপরে এক মুঠো ভাত হয়। লক্ষীর দানা একটাও নষ্ট করিনা।
চারিদিকে সবাই এত সান্ত্বনা দিচ্ছে তবুও যে ভালো লাগে না বাবা তোমাকে ছাড়া। কোথায় আছো বাবা তুমি।।😒😒
আজ এত বড় পৃথিবীতে আমার বাবার টাকা নেই বলে আজকে আমার পাশেও আর কেউ নেই। যখন টাকা ছিল তখন সবাই ছিল।।
আজ অনেক বড় একটা কাজ কমিয়ে দিল আমার বর মশাই। শীতকালে এরকম টেকনিক্যাল বুদ্ধি কে কে খাটাও আমার মতো।
একদিন বাড়ি থেকে নাকি উনি আমার সংসারের সমস্ত কাজ শিখিয়ে দেবে মানা যায়। আবদার করেছি না রেখে পারে।
সন্ধ্যেবেলা জমিয়ে টিফিন করে , চলে গেলাম রাত্রিবেলা কার্তিক পুজোর প্রসাদ খেতে সবাই মিলে।।
এত কষ্ট কার জন্য করছি আমি। 🥺 এটা কি ঘটিয়ে বসলো মেয়ে রাত্রে বেলা খেতে যাওয়ার আগে।।🤦🏻🤦🏻