Samiran Music BD
Hello friends, congratulations to my channel,please watch new videos every time and subscribe, like comment to the channel Samiran music bd and stay all time with us.
আষাঢ় মাইসা ভাসা পানিরে পূবালী বাতাসে।
পাখি যা যারে বন্ধুর দেশে উড়িয়া।
আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল রহিলা কোথায়।
কিছু প্রেমের মরা ভবে তারা মরেও বেঁচে আছে। শিল্পী সমীরণ ঘোষ।
আঁখি নীরে টেনে আনে প্রানের প্রান কাছে। শিল্পী সমীরণ ঘোষ।
আমার পরান যাহা চায়। শিল্পী সমীরণ ঘোষ।
লোকে বলে বলেরে ঘরবাড়ি ভালা না আমার। শিল্পী ঐশ্বর্য ঘোষ।💓🤟
তোর লাগিয়া পরান কান্দেরে বন্ধু। শিল্পী সমীরণ ঘোষ।
সোনা বন্ধুয়ারে এত ভালো বাসিয়া তবু তোর মন পাইলাম না। শিল্পী সমীরণ ঘোষ।
তুমি জাননারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। শিল্পী সমীরণ ঘোষ ।
আমার সোনার ময়না পাখি। শিল্পী সমীরণ ঘোষ।
কোন এক দিন আমায় তুমি খুঁজবে। শিল্পী সমীরণ ঘোষ।
চিরদিনি তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই। শিল্পী সমীরণ ঘোষ।
আমি ভাবছিলাম কি এই রঙে দিন যাবে যে সুজন নাইয়া। শিল্পী সমীরণ ঘোষ।
রাগের মাথায় কইলে কিছু রাইখোনা অন্তরে।
রঙের দুনিয়া তোরে চাইনা।
ভ্রমর কইও গিয়া স্টার মেকারে গাওয়া গানটি।
তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর।
ডাক দিয়াছেন দয়াল আমারে।
বন্ধুর প্রেম বিচ্ছেদের জ্বালা সহেনা আমার অন্তরে। শিল্পী সমীরণ ঘোষ।
ছোট ভাই নয়নের গায়ে হলুদ অনুষ্ঠানে।
যার লাগিয়া এ প্রান কান্দে কান্দে দুই আঁখি য়া। অনাদি সরকারের লেখা গান।
লিলুয়া বাতাসে প্রান না জুড়ায় না জুড়ায়রে।উকিল মুন্সীর লেখা গান।
সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। শিল্পী সমীরণ ঘোষ।
এমন ভজন যোগ্য দেহ থাকতে কেন ভজন হলোনা। সমীরণ ঘোষ। রজ্জব দেওয়ানের গান।
আমার পাপী দেহ শীতল হবে তোমার চরণ পরশিয়ারে দয়াল চান। সমীরণ ঘোষ।
ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণের বিচ্ছেদে আনলে অঙ্গ যায় জ্বলিয়ারে ।
আব্দুল করিমের ঐশ্বর্যের গাওয়া একটি তত্তগান ।
মহর্ষি সাধক মনমোহনের একটি গান। আঁখি নীরে টেনে আনে প্রানের প্রান কাছে