VB Goswami Kirtan

জয় নিতাই গৌর হরিবোল। সমগ্র বিশ্বের সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্ত কোটি দণ্ডবৎ। শ্রীমন মহাপ্রভুর মুখনিঃসৃত বাণীকে পাথেয় করে এগিয়ে চলেছি। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই হে ভক্ত মন্ডলী আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে মহাপ্রভুর সেই গুণাদিগুণ ও কীর্তন শ্রবণ করে জীবন ধন্য করুন আমার চ্যানেলের পাশে থাকুন। সাবস্ক্রাইব লাইক কমেন্ট করুন। এবং কীর্তনটি শেয়ার করে দিকে দিকে প্রচার করুন প্রভুর নাম।
হরে কৃষ্ণ জয় শ্রী রাধেশ্যাম।