Smile with Ipsita

বর্তমানে সারা পৃথিবী জুড়ে অদ্ভুত এক প্রতিযোগিতার দৌড়ে আমরা যেন প্রতিনিয়ত নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ছি। একজন মানুষ হিসেবে একসাথে অনেকগুলো কাজ আমাদের সামলাতে হয়। অনেক সময় আমরা আমাদের দৈনন্দিন কাজ গুলি ঠিক করে উঠতে পারিনা তারফলে খুব অসহায় লাগে। আমার মনে হয় যদি আমাদের কাজগুলি আমরা ঠিক ঠিক পরিকল্পনা করে ও সময় মেনে করতে পারি সেগুলো অনেক সহজ হয়ে যায় এবং সেটা করতে গেলে তার একটাই মূল পথ আনন্দে থাকা ও হাসিখুশি থাকা তাই আমার চ্যানেলের নাম দিলাম SMILE with IPSITA কারন আমি সবসময় হাসিখুশি ও আনন্দে থাকার চেষ্টা করি। শুধু নিজে ভালো থাকা না আমরা সকলেই যেন আনন্দে এবং হাসিখুশি থেকে আমাদের সারাদিন আনন্দে কাটাতে পারি তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমি শুরু করলাম। আশাকরি আপনারা আমার পাশে থেকে আমার প্রচেষ্টাকে সফল করবেন।