Amra Satsangi Paribar আমরা সৎসঙ্গী পরিবার
যেথায় থাকিস্ হ'স্ না বেহুঁস
করতে সন্ধ্যা-প্রার্থনা,
হ'বিই তা'তে কর্মনিপুণ
শক্তি পাবে বর্দ্ধনা।
--------শ্রী শ্রী ঠাকুর অনুকূচন্দ্র।।
শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, প্রতিদিন ভারতীয় সময় সকাল ৭:০০ টা থেকে এবং বাংলাদেশ সময় সকাল ৭:৩০ মিনিট থেকে "আমরা সৎসঙ্গী পরিবার" এর পরিচালনায় ভার্চুয়াল সৎসঙ্গ গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সৎসঙ্গে আপনাদের সানুরাগ উপস্থিতি ও সতঃস্ফূর্ত সহযোগিতা একান্তভাবে কামনা করি।🙏
🔗 সৎসঙ্গের লিংক
👇
https://meet.google.com/xme-nhkh-ovj
🏵️ পরিচালনায় :- আমরা সৎসঙ্গী পরিবার, আগরতলা, ত্রিপুরা।🏵️
🙏জয়গুরু🙏
সৎসঙ্গের জাতীয় সংগীত - "আর্য্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরবীনি"।
শ্রী শ্রী আচার্য্যদেব (অপরূপ লীলা)
বাড়িতে কে কর্তা, শ্রী শ্রী আচার্য্য দেব খুব সুন্দর ভাবে বলে দিলেন।
পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য্যদেবের শ্রী মুখ নিঃসৃত অমৃত কথা, শ্রী ধাম দেওঘর থেকে, 01-01-2025
যুগে যুগে তুমি এসেছ ধরায় হে পতিত পাবন
এসো পতিত পাবন গুরু গো
তোমার রঙ্গে হৃদয় আমার রাঙা
পরম পুজ্যপাদ শ্রী শ্রী দাদার আশিষ বাণী।
সাথে তো যাবে না কিছু ওরে মন কারাওকে