Uttoron er Pathe - A Spiritual Journey

যে শক্তি পশুকে মানুষ আর মানুষকে দেবতা করে,সেটাই ধর্ম।মানুষের ভেতরে এই তিনটিই সাধারণত থাকে। পশুত্বের কাজ ছিনিয়ে নেওয়া,মনুষ্যত্ব হল ভাগ করে নেওয়া আর দেবত্ব---নেওয়ার চেয়ে দেওয়াকে প্রাধাণ্য দেওয়া।
পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং তা থেকে দেবত্বে উত্তোরণ,নিজের মূলসত্ত্বাকে অনুভব করা এবং জাগতিক আচরণে সেই দিব্যসত্ত্বাকে প্রকাশ করা--এটাই প্রকৃত ধর্ম।
আপনাদেরকে সাথে নিয়ে আমরাও হাঁটবো এই পথ এবং চেষ্টা করবো শরীর-মনের গভীরে নিজের প্রকৃত সত্ত্বাকে অনুভব করতে।
কতগুলো নিয়মকানুন,আচার-অনুষ্ঠানকে যন্ত্রের মতো পালন করা নয়,নিজের অন্তরের দেবত্বকে অনুভব করার চেষ্টা করবো আমরা,এই দীর্ঘ যাত্রাপথে।
সুতরাং চরৈবেতি।
আমাদের সাথে যোগাযোগের জন্য Mail করতে পারেন – [email protected]