Mitali lifestyle
Hello friends, my name is Mitali Ghorai Mondal, I'm a new Bengali vlogger... I ll upload my daily lifestyle, baby care and house cleaning... Most welcome to my channel, I need your support very much. Please like comment share and subscribe my channel...
Thank you so much.🙏
#youtube
#india
#housewifedailyroutne
#blogvideo
#viralvideo
#mydailylifestyle
#vlogvideo
#youtubevideo
#banglavlog
#lifestylevlog
#mitalilifestyle
#bengalyvlog
#daliyvlog
#villagelifestyle
#vlog
#daliylifestylevlog
#familyvlog
যেমন খুশি তেমন সাজো 🥰 আজ কোনোরকম ভয়েস ছাড়াই ভিডিও দিলাম। সবাই দেখো। কমেন্টে জানিয় কেমন হলো।।
আমার বাড়ির সামনে কালী পূজো সারারাত জেগে তোমাদের সাথে শেয়ার করলাম 🪔🙏।।
কয়েকদিন পরে পূজো দিয়ে মনটা শান্তি হল।আজ এই ভাবে লাল শাক রান্না করেছি বলে যে শাক খায়না সেও খেয়েছে
আজ এমন ডাল বানালাম সবাই চেঁটে পুঁটে খেয়ে নিল 🥰 মেয়েকে পড়তে দিতে গিয়ে নিজের জিনিসটাও নিয়ে এলাম।।
আজ দুপুরে বানালাম হাতে মাখা চিংড়ি 🍤 আলুর চচ্চড়ি। সাথে রান্নার পরে নতুন নতুন শেখা কাজটাও করে নিলাম।
পাপদা মাছ যদি এই ভাবে রান্না করা হয় তাহলে হাঁড়িতে ভাত কম পড়বেই🤤 অনেক দিনের একটি ইচ্ছে পূরণ করলাম🥰
সময়ের খুব দাম। ওর যখন সময় হবে আমাদের বিশ্রাম নিতে সময় দেবে তা না হলে সংসারের কাজ থেকে ছুটি নেই।।
লক্ষী পূজোর মেলা দেখতে গিয়ে হরেক মালএর দোকান থেকে অনেক কিছু কিনে নিয়ে এলাম।।
আমাদের বাড়ির লক্ষী পূজো 🙏কেমন হলো?কীভাবে করলাম পুরোটাই আমার বন্ধুদের মাঝে শেয়ার করলাম।।
হাতে সময় কম থাকলে এই ভাবে প্রেসার কুকারে সিটি দিয়ে কুমড়ো রান্না করলে খেতে অসাধারণ হয়।।
এই বছরের মত আজকেই শেষ দেখা। আবারও গোটা একটা বছরের অপেক্ষা 😌।। শুভ বিজয়া সকল বন্ধুদের 🙏।।
অষ্টমীর দুপুরে অল্প সময়ের মধ্যে খুব সহজেই বানিয়ে নিলাম নিরামিষ খিঁচুড়ি। তার সাথে ভাজাভুজি।।
ষষ্ঠীর দিন সন্ধ্যে থেকে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে 🙏।।
এই কাজ করে প্রথম বারেই পাশ করে গেলাম খুব আনন্দ লাগছে 🤗। দুপুরে গরম ভাতে আমসোটা দিয়ে রুইমাছের টকঝাল🤤
দুপুরে এক রান্না দিয়ে দুই তরকারির কাজ চালিয়ে নিলাম। রেসিপি শেয়ার করলাম। ব্যাগ ভর্তি বাজার করলাম।।
মেয়ে আবদার করলো তাই আমার একটু কষ্ট হলেও মেয়ের আবদার পূরণ করলাম।।
ব্যাগ ভর্তি কৱে দূর্গা পূজাৱ শপিং কৱলাম 🛍️। দূর্গা পূজাৱ শপিং। Durga Puja shopping 🛍️ ।।
সকাল থেকে কাৱোৱ কোনোৱকম সাহায্য ছাড়াই একাই সমস্ত কাজ কৱে থাকি।দুপুৱে মাছেৱ মাথা দিয়ে সোয়াবিন।।
সাৱাদিন কাজেৱ পৱে ৱান্নাৱ সময় যখন মশলা বাটতে ইচ্ছে কৱেনা তখন আমি এই ভাবে ফাঁকিবাজি ৱান্না কৱে থাকি।
আমাদেৱ বাড়ির বিশ্বকর্মা পূজো 🙏 সাথে দূৱদ্বান্ত স্বাদেৱ দুই পদ তোমাদেৱ সাথে শেয়ার করলাম 🥰।।
নাৱকেলপাতা থেকে কীভাবে ঝাঁটা বা ঝাড়ু বেৱ কৱা হয় সাথে আমাৱ বানানো দুটো নিৱামিষ ৱেসিপি শেয়াৱ কৱলাম।
পুকুৱপাড় থেকে থানকুনি পাতা তুলে এনে চিংড়িমাছ দিয়ে কোনোৱকম মশলা ছাড়াই দাৱুন স্বাদেৱ ৱান্না কৱলাম।
আজ বাড়িতে মাছ নেই তাই এই ভাবে পটলের বড়া(পকোড়া)বানিয়ে দুপুরের খাবাৱটা খুব মজা কৱে খেলাম।।
শাশুড়িমায়েৱ থেকে শেখা ৱেসিপি আজ তোমাদেৱ সাথে শেয়ার করলাম। কাঁচা কুমড়োর তেঁতো।।👈
গাছেৱ গোড়া থেকে শিউলি ফুল কুড়িয়ে পূজো দিলাম 🙏আজ দুপুরে পাৱশে মাছেৱ ঝাল ৱান্নাটা দাৱুন হলো 👌।।
বৱমশাই হঠাৎ কৱে পেটেৱ ৱোগ বাঁধালেন।তাই তো গাছ থেকে টাটকা সবজি পেড়ে সেই সবজিৱ পাতলা কৱে ঝোল কৱলাম।।
সংসাৱেৱ কাজ+বাজাৱ কৱা+ৱান্না বান্না সব কিছুটাই একা হাতে সামলে থাকি/এদিকে দুপুরে বানালাম সাপলা চিংড়ি
আজ বানালাম সাধাৱন মশলাতে অসাধারন ৱুই মাছেৱ ঝোল / প্ৰতিদিনেৱ থেকে একটু আদালা / খেতে অসাধারন 👌।।
হঠাৎ কৱে ইচ্ছে কৱলো তাই চলে এলাম কিন্তুু ফেৱাৱ সময় খুব কষ্ট হলো। কোথায় এলাম?জানতে হলে পুৱোটাই দেখো
প্ৰেসাৱ কুকাৱে দুটো সিটিতেই দূৱদ্বান্ত স্বাদেৱ পেঁপেৱ তৱকাৱি যে পেঁপে খেতে পচ্ছন্দ কৱেনা সেও খাবে।।