Akik pagla Official

আকিক পাগলার গানের ভূবনে আপনাকে স্বাগতম,মালিকের দয়া আর সবার দোয়া ও সহযোগীতা পেলে অনেক দূর এগিয়ে যেতে চাই।তাই আশা রাখি সবাই সততার সহিত পাশে থেকে আমার প্রতি সহযোগীতার হাত প্রসারিত করবেন আর আমিও আমার অবস্থান থেকে সততা এবং আন্তরিকতার সাথে সর্বদা সবার পাশে থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ।

একজনের জন্য যে কাজ পাহাড়সম মনে হয় সেই কাজ দশ জন মিলে করলে খুব সহজেই সম্পন্ন করা করা সম্ভব। তাই আসুন হিংসা বিদ্বেষ ভূলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সরল মনে একে অপরের পাশে থেকে কাজ করে যাই কারন আমি বিশ্বাস করি একতাই শক্তি একতাই বল। সময়কে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ করলে স্বপ্ন পূরনের দ্বারপ্রান্তে যেতে আমাদের তেমন প্রতিকূলতার সম্মুখীন হতে হবেনা ইনশা আল্লাহ। সবার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি,আল্লাহ যেনো সবার মন বাসনা পূর্ন করেন।।
(আকিক পাগলা)
Like | Comment | Share | Subscribe
Akik Pagla Official