Khelbei Bangladesh

"খেলবেই বাংলাদেশ, দেখবে দুনিয়া"
দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে অনেক ক্রীড়া প্রতিভা। কিন্তু, রাজধানী কিংবা শহরকেন্দ্রীক ক্রীড়া অবকাঠামোর কারণে যাদের অনেকই সুপ্ত প্রতীভা বিকাশের সুযোগ পাচ্ছে না। তৃনমূলের দূর্বার তারুন্য আর ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পর্যায়ের সেতুবন্ধনের কাজ করবে "খেলবেই বাংলাদেশ"। ক্রিকেট, ফুটবল, হকি-সহ সব ইভেন্টের দেশী-বিদেশী কোচ, কিংবদন্তী অ্যাথলেট, ক্রীড়া সংগঠক থেকে শুরু করে ক্রীড়া প্রশাসন সংশ্লিষ্ট সবাই তুলে ধরবেন নিজেদের নানা অভিজ্ঞতা। দেশের খেলা-ধূলা নিয়ে সব ধরনের প্রশ্নের জবাব দিবেন সংশ্লিষ্টরা। দেশসেরা কোচ দিবেন কোচিং টিপস। ফিজিও, ট্রেইনার, পুষ্টিবিদ, চিকিৎসকরা জানাবেন পরিপূর্ণ ক্রীড়াবিদ হিসেবে গড়ে উঠার নানা কৌশল। আর "খেলবেই বাংলাদেশ"-এ জানানো তোমাদের ভাবনা পৌঁছে যাবে দেশের সংশ্লিষ্ট সব ক্রীড়া প্রশাসনে।
তাই পোস্ট কর অথবা ইনবক্স কর তোমার খেলার ভিডিও অথবা খেলা সংশ্লিষ্ট যেকোন প্রশ্ন! "খেলবেই বাংলাদেশ" তোমার স্বপ্ন পূরণে পাশে দাঁঁড়াবে!