গৃহস্থ বাইকার

আমি এই ব্যস্ত ঢাকা শহরের একজন "গৃহস্থ বাইকার"।
বাইক আমার পরমবন্ধু।

ঘরের কাজে সহায়তা বাইক যেমন করে -
তেমনি করে অফিসের কাজে সহায়তা।

আর কখনও কখনও ব্যস্ততার ফাঁকগলে এই বাইকের কারণেই শহরের আশেপাশে -
একটুআধটুকু ভ্রমণও করা হয়ে যায়।

এই চ্যানেলটা আমারই নানান ভালোলাগাগুলোর সচিত্র ডাইরী।

চেষ্টা থাকবে প্রতি শুক্রবার রাতে ভিডিও অপলোডের, তবে তা হয়তো সবসময় করা হবে না।

আপনার জীবনের অমূল্য সময় থেকে আমার এই ডাইরী দেখা ও পড়ায় কিছুটা দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জয় হোক সকল শুভ কাজের।

Those of who visited my channel but don't understand Bangla, Thank you for visiting my channel.