Stay in Tune Originals

এই চ্যানেলটি বানানোর উদ্দেশ্য নিজের পাগলামোগুলো জাহির করার একটা ছুতো। আমি তেমন করে মিউজিকের সঙ্গে যুক্ত না থাকলেও কিছু লিরিক লিখে ফেলেছি। আর সেগুলোতে টুকটাক সুর লাগিয়ে গানও বানিয়ে ফেলেছি। এখন সেগুলো তো রাখতে হবে কোথাও। তাই এই চ্যানেল। লোকে শুনে দুটো ভাল কথা বলুক বা সমালোচনা করুক কিন্তু দিনের শেষে সৃষ্টির মজাই আলাদা। তাই কিছু Indipendent আর মৌলিক/ moulik বাংলা গান রাখলাম এই চ্যানেলে।