শিক্ষা বিডি

শিক্ষা বিডি একটি শিক্ষা সহায়ক ইউটিউব চ্যানেল যেখানে নিয়মিতভাবে প্রথম শ্রেনী থেকে স্নাতক/সম্মান শ্রেনী পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপরে ক্লাশ আপলোড করা হয়ে থাকে। বিশেষকরে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেনীর জন্য খুবই উপযোগী শিক্ষা বিডি।

শিক্ষা বিডি চ্যানেলে ইংরেজি বিষয়ের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ইংরেজি এর ব্যাসিক সমস্যায় ভুগছেন, তারা আমাদের ক্লাশগুলো পারেন। এছাড়াও, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেনীর সকল ইংরেজী গ্রামার এর উপর আলাদা আলাদা বিশ্লেষনধর্মী ক্লাশ আছে, যা তাদের ইংরেজী দুর্বলতাকে দূর করে ভালো ফলাফল করতে সহায়তা করবে।

এছাড়াও, ভ্রমন, ইতিহাস, ঐতিহ্যকেও শিক্ষা বিডি যথাযথ গুরুত্ব সহকারে তুলে ধরার চেষ্টা করছে। 

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিক্ষা বিডি এর সাথেই থাকুন।

আমাদের ইউটিউব চ্যানেল লিংক:- শিক্ষা বিডি ( https://www.youtube.com/channel/UCkfvXZkMOVnaThgkhIxo_dQ )

আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। পেইজ লিংক:- https://www.facebook.com/শিক্ষা-বিডি-103884754769222/

ধন্যবাদ,

-মোঃ শহীদ হোসেন হৃদয়
বি.এ. অনার্স, ইংরেজি (অধ্যয়নরত)
দৌলতপুর মডেল কলেজ
কুষ্টিয়া।