ANANDA MEDIA

আনন্দ মিডিয়া’তে আপনাদের সবাইকে স্বাগতম।।।

আবহমান বাংলা ফোক গান্, লোকগান, ভাটিয়ালী গান, মানুষের হৃদয়ে ঠাই পায়। মানুষের হৃদয় ছুয়ে যাওয়া সে সকল বাউল অঙ্গের গান, ফোকগান, ভাটিয়ালী ,মুরশীদি ,মারফতি,বিচ্ছেদ,লোকগীতি,জারী,সারী ,পালাগান , পুথীপাঠ, বৈঠকি গান, ইউটিউবের মাধ্যমে আপনাদের নাগালে পৌছে দেওয়াই আমাদের কাজ ।দেশের বিভিন্ন অঞ্চলের স্বনামধন্য কন্ঠশিল্পীদের পাশাপাশি নতুন প্রতিভাবান কন্ঠযোদ্ধারাও আমাদের এ যাত্রায় সঙ্গী।আবহমান বাংলার মুঠোসুরের সাথে মিশে থাকতে চায় এবং চাই আপনাদের সহযোগিতা। চ্যানেলটি সাবস্কাইব করে আমাদের নিয়মিত দর্শক হোন। ভাললাগা গানগুলো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন।

ধন্যবাদ।
সিইও
আনন্দ মিডিয়া