JAGANNATH TV LIVE

ইসকন একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন। ভক্তিযোগ অনুশীলন, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই সংগঠনের মূল উপজীব্য। ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ১৯৬৫ সালে ৭০ বছর বয়সে পাশ্চাত্যবাসীর মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রচারের লক্ষ্যে নিউইয়র্কে পাড়ি জমান। সেখান সর্ব প্রথম তিনি কৃষ্ণভাবনামৃত আন্দোলন শুরু করেন এবং ইসকেন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভন হয়।

এই চ্যানেলটিতে সমসময় সনাতন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান তুলে ধরা হয়।

Contracts
[email protected]