Road To Hijaz

আসসালামুআলাইকুম, প্রিয় দর্শক-শ্রোতা! আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবু হানিফা নোমান; আপনাদের সাথে আছি।

পবিত্র মক্কা- মদিনা, বদর, তায়েফ, জেদ্দাসহ মুসলিম বিশ্বের ঐতিহাসিক/দর্শনীয় স্হানসমূহ দেখতে, হজ্ব-উমরা সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট, হারামাইনের খবরাখবর এবং হারামাইনের ইমাম সাহেবগণের জীবনী জানতে/দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আপনাদের আন্তরিক ভালোবাসা ও সমর্থন আমাদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে; ইনশা-আল্লাহ্।
জাযাকুমুল্লাহ্।