Binglish

SSC, PSC, WBCS, WBP, KP সহ যেকোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে Binglish কে প্রতিদিন Follow করো।




যদি বসে বসে সময় নষ্ট করছ, তাহলে শোনো, একটা দিন এমন আসবে যে দিন তোমার সবথেকে কাছের মানুষটাও তোমার উপর বিরক্ত হয়ে যাবে। যে মানুষটার জন্য তুমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে চলেছ, সেই মানুষটিই একদিন তোমাকে অন্য কারোর সাথে তুলনা করবে। সেইদিন এই তুলনার ওজন সহ্য করতে পারবে তো? তাই আমার কথা শোনো, ওঠো, লড়াই চালিয়ে যাও, লক্ষ্যে না পৌছান পর্যন্ত থেমনা। মাঝপথে বহুবার মনখারাপ হবে, কিন্তু এই মনখারাপ কেই নিজের শক্তি বানাও, নিজের জেদ বানাও, নিজেকেই নিজের সবথেকে প্রিয় বন্ধু বানাও। আর এইভাবে একবার নিজেকে তৈরি করতে পারলেই, সফলতা তোমার সামনে মাথা নত করবে। ❤❤❤



সুদীপ স্যার