Gardener Rajdeep

আমি রাজদীপ।ছোটোবেলা থেকেই প্রকৃতির প্রতি এক নিবিড় টান অনুভব করতাম। ধীরে ধীরে নিজের অজান্তেই গার্ডেনিং আমার প্রথম ও প্রধান শখে পরিণত হয়।ভালোবেসে যে গাছে লাগিয়েছি তাতে ফুল-ফল পেয়েছি।কখনো নিরাশ হইনি।আর এই শখ থেকেই প্রেরণা পেলাম ইউটিউব চ্যানেল খোলার।গার্ডেনিং এর সম্পূর্ণ অভিজ্ঞতা আমি আপনাদের কাছে পৌঁছে দেব।আমি চাই আপনারা প্রত্যেকেই আপনাদের বাড়িতে কম বেশি কিছু গাছ লাগানো শুরু করুন।দেখবেন নিজের অজান্তেই কখন গাছকে ভালোবেসে ফেলেছেন এবং সবুজে পরিণত করে তুলেছেন আপনার গৃহের প্রতিটি ক্ষেত্র।কারণ বর্তমান বিশ্ব পরিস্থিতিতে প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা আবার ফিরিয়ে আনতে হবে।ঠিক যেন কবিগুরুর কথায় বলতে গেলে -
"দাও ফিরে সে অরণ্য,লও এ নগর"