Shakil Sharkar

ভ্রমণ, মানুষের জীবনধারা এবং স্বাদ গ্রহন অভিজ্ঞতা জীবনে মূল্য যোগ করে।  জীবন যেমন সুন্দর, তেমনি এর পরিবেশও সুন্দর।  এই ভ্লগটির উদ্দেশ্য প্রকৃতি, মানুষ, খাদ্যাভ্যাস ইত্যাদির বৈচিত্র উপস্থাপন করা।  পাশাপাশি এমন একটি শিখন ক্ষেত্র তৈরি করা যা বিভিন্ন পরিস্থিতিতে জীবনধারা প্রদর্শন করবে।  অভিজ্ঞতা এবং প্রতিক্রিয়া ভাগ করা জীবনে মূল্য যোগ করে বলে আমি বিশ্বাস করি।  আপনাদের সামগ্রিক পরামর্শ ও মতামত এই চ্যানেলটির বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে যা বিবেচনায় আমি বদ্ধপরিকর। তাই, বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান রইল।