Bong Couple

নমস্কার, আমি সৌভিক চৌধুরী, অজানাকে জানার এবং অদেখাকে দেখার ইচ্ছা বাঙালির চিরকালেরই। তাই একজন বাঙ্গালী হিসেবে ঘোরার অদম্য ইচ্ছা নিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়ি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জানা-অজানার রোমাঞ্চকর প্রাকৃতিক সৌন্দর্যের মোহে। আর সেই সমস্ত পর্যটনের ভ্রমণ বৃত্তান্ত বন্দী করে রাখি ভিডিওর মাধ্যমে এবং সেই ভিডিও আপনাদের কাছে ছড়িয়ে দিই আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে। এই কাজে আমাকে সহযোগিতা করে আমার স্ত্রী পারমিতা। বাঙালির ভ্রমণ পিপাসু মন মাঝে মাঝে দরজার শেকল তুলে বেরিয়ে পড়ে এই সমস্ত জায়গাতে আশা করি সেই সমস্ত মানুষদের এই ভিডিওগুলি কিছুটা হলেও সহযোগিতা করবে, আর যারা বেরোবো বেরোবো করেও বেড়াতে পারেন না তাদের এই সমস্ত ভিডিও গুলি আনন্দ দানের মাধ্যমে মনের মণিকোঠায় স্থান পাবে, এই আশা রাখি। আপনারা পাশে থাকবেন, সহযোগতা করবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের পছন্দের স্থান গুলিতে পৌঁছে আপনাদের সামনে তা মেলে ধরতে পারি।