Study With Vaiya

আসসালামু আলাইকুম, জীবনে কোথাও চান্স পাও আর না পাও,কিছু করো আর না করো।সবসময় চেষ্টা করবা একজন ভালো মানুষ হওয়ার এবং হালাল পথে চলার,হালাল খাবার খাওয়ার আর মৃত্যুকে বেশি করে সরন করবা।মুসলিম কখনো হতাশ হয় না❤️।আর বাবা মাকে জীবনে কষ্ট দিয়ো না। কারন বাবা মাকে কষ্ট দিয়ে জীবনে শান্তি পাওয়া যায় না।লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও আল্লাহর বরকত পাবা না।
আর যে কোনো ধরনের পড়াশোনা বা গাইডলাইন সমস্যা হলে আমার ফেসবুকে নক দিয়ো ইনশাআল্লাহ চেষ্টা করবো রিপ্লাই দেয়ার।


Follow Fb id:
https://www.facebook.com/ar.rabby.52