সৈয়্যদ মুহাম্মদ আবু নওশাদ নঈমী (পীরে তরিক্বত)

আসসালামু আলাইকুম

আমরা ইসলামের অবিকৃত রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শের প্রচার ও প্রকাশনায় কাজ করি ৷ কুরআন সুন্নাহর ভিত্তিতে দেয়া বক্তব্য,লেখনী,ওয়ায ও নসীহত প্রচারের পাশাপাশি মানবিক ও সামাজিক অবক্ষয় রোধে কাজ চালিয়ে যাওয়াও আমাদের অন্যতম লক্ষ্য! পাশাপাশি ইসলামী হামদ,নাঁত ও গযল তথা ইসলামী সংস্কৃতি প্রচারের মাধ্যমে উলঙ্গপনা বিজাতীয় অপসংস্কৃতি দূরীকরণেও আমরা সংকল্পবদ্ধ!

আমাদের এ পথচলায় আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও দোআ একান্ত কাম্য ৷

নিবেদক
AR-Rahat Channel