Tax Clinic

"ট্যাক্স ক্লিনিক" আয়কর ও ভ্যাট বিষয়ে কনসালটেন্সি সেবা প্রদান করে। এছাড়াও ট্যাক্স, ভ্যাট, অর্থ, বাণিজ্য ও সমসাময়িক বিষয় নিয়ে জনসচেতনতামুলক ভিডিও তৈরি করে। ট্যাক্স ক্লিনিক বাংলাদেশে ব্যক্তি এবং কোম্পানি করদাতাদের নিন্মলিখিত সেবা সমূহ প্রদান করেঃ

i) আয়কর (ব্যক্তি ও কোম্পানি):
 ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি ও জমাদান।
 ট্যাক্স এ্যসেসমেন্ট ও ট্যাক্স শুনানী।
 ট্যাক্স আপিল ও ট্রাইব্যুনাল আপিল।
 করদাতার ট্যাক্স প্ল্যানিং, ইত্যাদি।

ii)মূল্য সংযোজন কর (ভ্যাট ):
 ভ্যাট নিবন্ধন।
 মাসিক ভ্যাট রিটার্ন তৈরি ও দাখিল।
 সকল ধরনের মুসক বই সংরক্ষণে সহায়তা করা।
 উপকরন-উৎপাদ সহগ ঘোষণা করা।
 ভ্যাট শুনানি ও ভ্যাট অডিট, ইত্যাদি।

iii) জয়েন্ট স্টক (RJSC):
 কোম্পানির নামের ছাড়পত্র সংগ্রহ।
 নতুন কোম্পানি গঠন।
 বাৎসরিক রিটার্ন জমাদান, ইত্যাদি।

iv) কোম্পানির হিসাব সংরক্ষণ ও বিবিধ সেবা:
 অভ্যন্তরীণ হিসাব অডিট।
 কোম্পানির চূড়ান্ত হিসাব তৈরি।
 ট্রেড লাইসেন্স সংগ্রহ ও নবায়ন।
 বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন।
 প্যণের বিএসটিআই লাইসেন্স সংগ্রহ ও নবায়ন।