Sohan's Travel Diary

"দেখব পৃথিবী ঘুরবো বেশ
কিন্তু সবার আগে আমার দেশ, বাংলাদেশ।"
এই স্লোগান বুকে ধারণ করে বাংলাদেশের প্রতিটি জেলার পথে-প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি। যতই বাংলার গ্রামে-গঞ্জে ঘুরছি, তথ্যই আশ্চর্য হচ্ছি আমার বাংলা মায়ের প্রাকৃতিক রূপ দেখে। সেইসাথে বাংলার অলিতে-গলিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ঐতিহাসিক নিদর্শন সমূহ সম্পর্কেও জানতে পারছি।
আমার এই ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যই হলো আমার চোখে দেখা প্রাকৃতিক ঐশ্বর্যমণ্ডিত বাংলাকে আপনাদের মাঝে উপস্থাপন করা। আমার সাথে আপনারাও জানুন বাংলাকে, সেই সাথে অজানা বাংলাকে জানার নেশায় ঘর থেকে বেরিয়ে পড়ুন কোন এক অজানা গন্তব্যে।
সাথেই থাকুন, পাশেই থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন।