ফুরকানের আলো (Furqaner Alo)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

Welcome to ফুরকানের (Furqaner Alo)আলো ইউটিউব চ্যানেলো।
আল-কুরআনকে 'আল-ফুরকান' বা সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী আলো হিসেবে আমরা এই চ্যানেলের মাধ্যমে সেই 'ফুরকানের আলো' আপনাদের মাঝে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য হলো সহজ আলোচনার মাধ্যমে ইসলামের মৌলিক জ্ঞান এবং জীবনমুখী শিক্ষা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া।

আমরা বিশ্বাস করি, দ্বীনের সঠিক জ্ঞানই হচ্ছে ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র পথ। আমাদের কনটেন্টগুলো যেন শুধু শোনা বা দেখার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন আপনার ব্যক্তিগত জীবনে 'হিদায়াহ' (পথনির্দেশ) আনতে পারে, এটাই আমাদের একান্ত কামনা।
ইনশাআল্লাহ, আপনার মূল্যবান সাপোর্ট এবং ভালোবাসায় এই চ্যানেলটি জ্ঞানের এক নির্ভরযোগ্য কেন্দ্রে পরিণত হবে।
দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দাওয়াহ কার্যক্রমে অংশীদার হোন এবং পাশের বেল আইকনটি প্রেস করে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আপনার বন্ধু ও পরিবারের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আলোর এই যাত্রা প্রসারে সাহায্য করুন।
আল্লাহ তা'আলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আমিন।