Prince AR

আমার এই ছোট্ট চ্যানেলটি একটি ট্রাভেল ভিত্তিক চ্যানেল। নিয়মিত দেশের বিভিন্ন যায়গায় ঘুরে এসে নিজের ভ্রমন অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি । মাঝে মাঝে ভ্রমন গাইড দিয়ে থাকি । এতে আমি মনে করি আপনারা ভ্রমণের প্রতি নেশাগ্রস্থ হয়ে যাচ্ছেন দিনের পর দিন । এটা ভালো, খুব ভালো । আমাদের জীবনের আর দশটা প্রয়োজনের পাশাপাশি ভ্রমণও একটি প্রয়োজনীয় বিষয় , এই কথাটা সব সময় মরে রাখবেন । আচ্ছা , অন্য কথায় আশি , ২০১২ সাল থেকে আমি নিয়মিত ট্রাভেল করি , কিন্তু অনেক জায়গার ভিডিও প্রোপারলি করা হায়নাই । তাই ভাবলাম আবার সারা দেশটা ঘুরে দেখবো সাথে আপনাদের জন্য ভিডিও করবো । আগে দেশটা সম্পূর্ণ করে অন্য দেশ গুলো দেখানোর চেষ্টা করবো। মূলত এই চ্যানেলটির যাত্রা শুরু ২০২০ সালের প্রথম দিক থেকে , আপনাদের থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি , ভালো লাগছে ট্র্যাভেল করতে , ধন্যবাদ !!