dipa sk vlog
আজকে আমি আমার ভিডিও দেখেই হাঁসি 😆😆। সকাল থেকে রাত পর্যন্ত কি করেছি সেই সব ভিডিও শেয়ার করলাম।😍😍😍
আমি খেলতে পারতাম না আমার খেলার সাথি ছিল অনেক। আর আমার ছেলে খেলা করতে চায় কিন্তু খেলার সাথি নেই এখন।
যতদিন এই বাড়িতে থাকবো ততদিন পর্যন্ত এই বাড়িটা আমার বাড়ি হয়ে থাকবে।তাই পরিষ্কার করাটাও আমার দায়
ভবিষ্যতের কথা ভেবে আমরা বর্তমানটাকেই ভুলে যাই। ভবিষ্যতের কথা ভাবুন কিন্তু বর্তমানটাকে ভুলে নয় ।❤️
আমার open heart surgery story তোমাদের সাথে শেয়ার করলাম। আমি surgery আগে কেমন ছিলাম আর এখন কেমন আছি
সব কাজ শেষ করে সন্ধ্যা বেলা গেলাম মাসের বাজার করতে আর সবজি বাজার করতে।আর তার সাথে গরম গরম মমো।♥️♥️🤤🤤
যাদের আজ আগলে রাখছি আমরা।এক সময় তারা আমাদের আগলে রাখবে। জীবন টা বড়োই অদ্ভুত তাই না❤️ dipa sk vlog
সব কিছু যদি ভাগ্যের জোরে পাওয়া যায়। তবে তাকে কর্মের দ্বারা সামলে রাখতে হয়।❤️❤️ dipa sk vlog
কথা যদি মধুর হয় তাহলে সবাইকে আপন করে নিতে পারবে। কথা যদি কটু হয় তাহলে আপনজনেরাও দুরে চলে যেতে পার।
সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়।♥️ dipa sk vlog
নিজেকে সব সময় স্মরন করান খারাপ সময় চিরকাল থাকে না। আজকের অন্ধকার কালকের আলো হয়ে যাবে। ♥️♥️♥️
ছোটো বেলায় ভাবতাম বড়রা খুব স্বাধীন সুখে থাকে । আজ বড়ো হয়ে বুঝলাম বয়স বারে কিন্তু সুখ নয় ।🙁🙁
যেখানে ভালোবাসা ও সন্মান নেই সেখানে থাকা উচিত নয়। জীবন কাটাও কেবল সেখানে যেখানে তোমাকে ভালোবাসা হয়
রাধে রাধে ভগবান বলেন নিজেকে ভালো বাসো টাকাকে না। টাকাকে শুধু জীবন যাপন এর কাজে ব্যবহার করো । 🙏🙏
আজকে শেয়ার করলাম পাশের বাড়ির birthday vlog 🎂🎈🥳🎉♥️♥️আশা করি তোমাদের ভালো লাগবে।
মানুষ মানুষকে ঠকায় বা আঘাত করে😢😟 কিন্তু ভগবান কখনোই তোমাকে ঠকাবে না আর আঘাত ও করবে না রাধে রাধে 🙏🙏
কোথাও যাওয়ার সময় ভালোই লাগে । আসার সময় মনটা খারাপ হয়ে যায়। ছেলে আসার সময় খুব কান্নাকাটি করেছে।
আজকে সারা দিন ছেলের স্কুলে সবাই মিলে খুব আনন্দ করলাম । ছেলে আমার ভীষন খুশী 😍😍 dipa sk vlog
এই বছর আমার জন্ম দিনে বর আমাকে একটু বেশি সারপ্রাইজ দিল । 🎁😍😍♥️আমি তো অবাক 😯😯 ধন্যবাদ বর মশাই।♥️♥️
করতে চেয়েছি একরকম আর হয়ে গেছে আরেক রকম। তার পরেও আমি খুব খুশি ঘরের রং দেখে ।😍😍☺️☺️
ঠাকুর ঘরটা আজকে আর রং করা হলোনা । জানিনা কবে করবে।তাই কাজ গুলো এলোমেলো হয়ে আছে 🙄🙁।
বাড়ি ঘর পরিষ্কার করে পুরো কমলার বাগান করে ফেলেছি 🍊😉 আমাদের একটাই জীবন যত দিন বাঁচবো আনন্দে থাকবো ।😃
বলাটা কিন্তু সহজ কাজের সময় ই বোঝা যায় যে বলাটা সহজ হলেও কাজটা অনেক কঠিন। যেটা আমি আজকে বুঝেছি। 🥵🥵
কমলা 🍊 গাছে কি ফুল ফুটেছে 🤔🤫 সকালের জলখাবারে লুচি আর ঘুগনি 🤤🤤 আর দুপুরে হালকা খাওয়া দাওয়া।
আজকের ভিডিও টা অনেক টাই ছোটো হয়েছে । কিছু করার নেই একটু ব্যস্ত ছিলাম 🙂🙂
ভিডিও করাটা জেনো এখন একটা ভালো বাসার বা ভালো লাগার জায়গা হয়েছে আমার 😍😍তাই যত দিন পারব ভিডিও দিবো 😍
ছেলে আজকে বাস থেকে নেমে কান্না 😢😢 তার কারণ নাকে পেয়েছে ব্যাথা l😯😟🥺
একটু একটু করে নতুন কিছু শেখার চেষ্টা করছি l আর বিয়ে বাড়ির কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম 😍
সবাই মিলে এই প্রথম বার গেলাম ছটপুজা দেখতে ঘাটে l খুব ভালো লাগলো তোমাদের সাথে তাই শেয়ার করলাম 😍😍🙏🙏
বোন এসে চলেও গেলো মনটা খুব খারাপ লাগছে 😔😔 আর করলাম বোনের ছেলের birthday 🎂🎈